নিজেস্বসংবাদদাতা,উত্তর দিনাজপুর-২৯শে ডিসেম্বর:
শিশু কিশোরদের নিয়ে বিশেষ প্রকৃতি পাঠ শিবিরের আয়োজন করলো হিমালয়ান মাউন্টেইনিয়ার্স এন্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। শুক্রবার সূচনা হয় এই বিশেষ শিবিরের।
শুক্র এবং শনিবার দুদিন ব্যাপী এই শিবিরে ইটাহার, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ সহ বিভিন্ন প্রান্তের প্রায় ৩৫ জন শিশু কিশোররা অংশ নিয়েছে। এই বিশেষ শিবিরে এসে উৎসাহিত ক্ষুদেরা ও অভিভাবকেেরা ।