অরণ্য, গোপীবল্লভপুর- ৭ই ডিসেম্বর:
কোনো ঝড় নেই। শুধুই বৃষ্টি।তাতেই বিদুৎ বিচ্ছিন্ন গোপীবল্লভপুরের বিস্তীর্ণ এলাকা। প্রায় ২০ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। সমস্যায় গোপীবল্লভপুরের আলমপুর,পিড়াশিমূল ,ভট্টগোপালপুর সহ একাধিক গ্রামের সাধারণ মানুষ। অভিযোগ, দীর্ঘ প্রায় ২০ ঘন্টার বেশি সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন এই সমস্ত এলাকায়। ফলে একাধিক গুরুত্বপূর্ণ কাজ নষ্ট হচ্ছে এলাকায়।মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ায় যোগাযোগের সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয় পিড়াশিমূল, আলমপুর, ভট্টগোপালপুর গ্রামের বাসিন্দাদের অভিযোগ গতকাল অর্থাৎ বুধবার বিকাল থেকে বৃষ্টি শুরু হতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এলাকা। রাতে একবার কয়েক মিনিটের জন্য বিদ্যুৎ সংযোগ করা হলেও, তারপর বন্ধ করে দেওয়া হয়েছে। পরেরদিন সকাল গড়িয়ে বেলা ১২ টা তবু এখনো পর্যন্ত কোন বিদ্যুৎ সংযোগ হয়নি। ফলে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে। মোবাইল চার্জ এবং ডিজিটাল যোগাযোগের সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এলাকাবাসীর অভিযোগ বিদ্যুতের বিভিন্ন চার্জ দিনের পর দিন বাড়ছে কিন্তু সঠিক পরিষেবা দেওয়ার দিকে নজর নেই বিদ্যুৎ দফতরের।দপ্তরের কেউ মুখ খুলতে চাননি এ বিষয়ে।