মাটির সৃষ্টি'-তে মড়ক

 অরণ্য, ঝাড়গ্রাম - ২৩শে ডিসেম্বর:

লক্ষ্য, লক্ষ্য, টাকা নষ্ট। বিডিও,১০০দিনের কাজে টাকা না পাওয়াকে দায়ী করলেও চুরি পাল্টা চুরির অভিযোগ তৃনমূল ও বিজেপির। পাথর খাদানে লাগাম টেনে তৈরি হয়েছিল 'মাটির সৃষ্টি'। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ভালকিশোল গ্রামে। গ্রামীণ অর্থনীতিকে স্বনির্ভর করতে রাজ্য সরকারের জীবনমুখী প্রকল্প এই মাটির সৃষ্টি। অনুর্বর জমিতে ফল ও ফুলের গাছ এবং-পুকুর তৈরী করে, যেমন কর্মসংস্থানের দিশা দেখাবে তেমনি তা হবে পরিবেশ বান্ধবও। জঙ্গলমহলের জেলাগুলিতে বছর দুই আগে তা শুরু হয়েছিল বেশ ঢাকঢোল পিটিয়ে। স্বনির্ভর গোষ্ঠী সমবায়ের মাধ্যমে পণ্য উৎপাদন করলে গ্রামীণ অর্থনীতি মজবুত হবে এমনই ছিল প্রত্যাশা। তবে মুখ থুবড়ে পড়েছে সাঁকরাইলের ভালকিশোলে এই মাটির সৃষ্টি প্রকল্প। 

গ্রামবাসী কেন্দ্রের ১০০ দিনের প্রকল্পের টাকা না পাওয়াতেই যে এমন বেহাল দশা তা খোলাখুলি স্বীকার করেছেন সাঁকরাইলের বিডিও।অন্যদিকে তৃনমূল নেতা মথুর মাহাত এই প্রকল্প নষ্টের জন্য হাতি আর বিজেপি কে দায়ী করেছেন। ভালকিশোল গ্রামের বিজেপি নেতা-কর্মীদের তোপ দেগে তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলেন তিনি। তৃণমূল নেতা কমবেশি সাত একর জায়গা জুড়ে মাথা তুলে ছিল পিয়ারা-আম-ডালিম আর ড্রাগন ফলের গাছ। নজরদারির অভাবে অধিকাংশ দামী গাছ এখন উধাও। মাঝে হাতির হানায় তছনছ হয়েছে বাগান। স্বভাবতই ভালকিশোল গ্রামের মাটির সৃষ্টিতে এখন যেন মড়ক। আর দ্রুত পদক্ষেপ না করলে ব্যর্থ হবে রাজ্য সরকারের যাবতীয় উদ্যোগ। বিজেপি নেতা অঞ্জন সরকার এর অভিযোগ প্রকল্প শুরু থেকেই যদি চুরি হয় তাহলে কি ভাবে রুপায়ন হবে?

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.