নিজেস্বসংবাদদাতা,ঝাড়গ্রাম ১৫ই ডিসেম্বর:
ধান কেনাবেচা নিয়ে বিক্ষোভ ঝাড়গ্রাম জেলার প্রতিটি কিষাণ মান্ডিতে। বিক্ষুব্ধ চাষীদের দাবি যে কুইন্টাল প্রতি আট কেজি করে বাদ দেয়া হচ্ছে তা সঠিক নয় এবং এই বাদ দেওয়ার কোনো রশিদ দিচ্ছেনা আধিকারিকরা। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ ধান কেনাবেচা বন্ধ হয়ে যায় লালগড়ের কিষাণ মান্ডিতে পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপরদিকে ঝাড়গ্রামের জাম্বানির কিষাণ মান্ডি তেও বিক্ষোভ প্রদর্শন হয়। অকাল বর্ষনের জেরে একদিকে যেমন চাষের ক্ষতি হয়েছে উল্টোদিকে এই প্রতি কুইন্টালে আট কিলো করে ধান বাদ যাওয়ায় কৃষকদের মধ্যে যথেষ্ট ক্ষোভ দেখা দিয়েছে। চাষীদের দাবি যে খারাপ ধানে ৮ কুইন্টাল বাদ দিচ্ছে কোন সমস্যা নয় কিন্তু ভালো ধানেও ৮ কুইন্টাল করে কেনো বাদ দেওয়া হবে। ধান কেনার শুরুতেই কৃষক দের বিক্ষোভের মুখে স্থানীয় প্রশাসন। আগামী দিনে এই বিক্ষোভ আরো বড় আকার নেবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।