"জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর" যেখানে আমরা প্রতি নিয়ত নিজেদের কে নিয়ে ব্যস্ত থাকি, সেখানে SAVE THE STRAYS কর্মকর্তারা প্রতিটি মুহূর্তে নিজেরদের কে উৎসগকৃত করে রেখেছেন পথ সারমেওদের সেবার জন্য। একটি পথ সারমেও বাচ্চাকে দেখা যায় আবর্জনার স্তুপের মাঝে চর্মরোগে জর্জরিত অসুস্থ অবস্থায়,অন্য একটি পথ সারমেও বাচ্চা নিজেদের মধ্যে মারামারি করে গুরুতর আহত হয়। দুজনকেই পশু চিকিৎসা কেন্দ্র ছায়াতে ভর্তি করা হয়।
আরেকটি কৃষ্ণ বর্ণের পথ সারমেও বেশ কিছুদিন আগেই পথ দুর্ঘটনায় আহত হয়,দেখাশোনার অভাবে তার অবস্থা আশঙ্কা জনক হয়ে ওঠে। অবশেষে SAVE THE STRAYS এগিয়ে এসে তাকে PAWS নামক পশু চিকিৎসালয়ে ভর্তি করে। এসব কর্মকান্ড শ্রী দিব্যেন্দু পাল এবং তার সঙ্গীরা প্রতি নিয়ত করে চলেছেন , নেতৃত্বে রয়েছেন ভদ্রেশ্বর নিবাসী শ্রীমতি অপর্ণা গাঙ্গুলী। তারা অঙ্গীকার করেছেন যে , তাদের এই সেবা তারা নিরবিচ্ছিন্ন ভাবে চালিয়ে যাবেন ভবিষ্যতেও। তাঁদের এই নিষ্কাম সেবা কে অনেক অনেক অভিনন্দন। আগামী দিনে তাঁদের পাশে সকল পশুপ্রেমী উপস্থিতি একান্তই কাম্য।