অরণ্য,ঝাড়গ্রাম-৪ ডিসেম্বর :
নেতাই জুড়ে মিনাক্ষীর নামে পোষ্টারিং হয়।DYFIএর ইনসাফ যাত্রা প্রবেশ করলো লালগড়ে। মিছিলে লোক ছিলো চোখে পড়ার মতো।
DYFI এর ইনসাফ যাত্রা ঝাড়গ্রাম জেলার লালগড় ঢোকার আগেই মীনাক্ষী মুখার্জ্জীর নামে একাধিক পোস্টার পড়লো নেতাই গ্রামে। নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটির নামে এই পোষ্টার গুলি লেখা রয়েছে ।
১/ছি: ছি: মীনাক্ষী দেবী নজন নিরীহ মানুষকে খুন করে আবার ইনসাফ।
২/দেখে শুনে হাসি পায় খুনিরা আবার ইনসাফ চাই।
৩/ধিক্ ধিক্ মীনাক্ষী দেবী রক্তমাখা দুষ্টু হাতে চাইছেন ইনসাফ লজ্জা লজ্জা লজ্জা।
মীনাক্ষী মুখার্জীর নেতৃত্বে ইনসাফ যাত্রা লালগড় ঢোকার আগে এই ধরনের পোস্টার পড়ায় যথেষ্ট অস্বস্তিতে স্থানীয় সিপিআইএম নেতৃত্ব।
৪ইডিসেম্বর বাঁকুড়া থেকে সারেঙ্গা হয়ে রামগড় হয়ে লালগড় বাজারে উপস্থিত হয় জাঠা। সেখান থেকে ধরমপুরে রাত্রি যাপন। ৫ই ডিসেম্বর ধরম পুর থেকে দহিজুড়ি হয়ে ঝাড়গ্রাম শহরে মিছিল করে পথসভা। সভা শেষে মেদিনীপুর এর উদ্দেশ্যে রওনা দেবে।
৩ নভেম্বর, কোচবিহার থেকে শুরু হয়েছে DYFI-এর ইনসাফ যাত্রা। যা শেষ হবে ২০২৪-এর ৭ই জানুয়ারী। সেদিনই ব্রিগেডে সমাবেশ করবে DYFI
৩/ধিক্ ধিক্ মীনাক্ষী দেবী রক্তমাখা দুষ্টু হাতে চাইছেন ইনসাফ লজ্জা লজ্জা লজ্জা।
মীনাক্ষী মুখার্জীর নেতৃত্বে ইনসাফ যাত্রা লালগড় ঢোকার আগে এই ধরনের পোস্টার পড়ায় যথেষ্ট অস্বস্তিতে স্থানীয় সিপিআইএম নেতৃত্ব।
৪ইডিসেম্বর বাঁকুড়া থেকে সারেঙ্গা হয়ে রামগড় হয়ে লালগড় বাজারে উপস্থিত হয় জাঠা। সেখান থেকে ধরমপুরে রাত্রি যাপন। ৫ই ডিসেম্বর ধরম পুর থেকে দহিজুড়ি হয়ে ঝাড়গ্রাম শহরে মিছিল করে পথসভা। সভা শেষে মেদিনীপুর এর উদ্দেশ্যে রওনা দেবে।
৩ নভেম্বর, কোচবিহার থেকে শুরু হয়েছে DYFI-এর ইনসাফ যাত্রা। যা শেষ হবে ২০২৪-এর ৭ই জানুয়ারী। সেদিনই ব্রিগেডে সমাবেশ করবে DYFI