নিজেস্বসংবাদদাতা,ঝাড়গ্রাম - ৩১ ডিসেম্বর:
বছরের শেষ দিনে মেতে উঠেছে জঙ্গলমহল। সকাল থেকেই ঝাড়গ্রামের পর্যটন কেন্দ্র গুলোতে আনন্দে মেতেছে দূর দুরান্ত থেকে আসা পর্যটকরা। ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্কে ও পিকনিক স্পটে সকাল থেকেই পর্যটকদের ঢল চোখে পড়ার মতো ।
সবাই বছরের বিদায় বেলায় ঝাড়গ্রামের জুওলজিকাল পার্ক, বেলপাহাড়ি, কনক দুর্গা মন্দির সহ বিভিন্ন পর্যটন স্থলে উপচে পড়া ভিড় দেখা গেল। যা বিগত ১০ বছরে এ চিত্র লক্ষ্য করা যায়নি। নদী পার্শ্ববর্তী এবং জঙ্গল লাগোয়া এলাকায় পিকনিক পার্টির ভিড়।