নিম্নচাপের ফলে জেলা জুড়ে বৃষ্টিপাত

নিজেস্বসাংবাদদাতা - ৭ই ডিসেম্বর:


নিম্নচাপের ফলে গতকাল থেকে টানা বৃষ্টি জেলা জুড়ে। গতকাল দুপুর থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল তা এখনো পর্যন্ত অনবরত সেই বৃষ্টি হয়ে চলেছে। চরম সমস্যায় চাকরিজীবি থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ। চাষীদের মাথায় হাত। তাদের বক্তব্য এই বৃষ্টির জেরে চরম ক্ষতির সম্মুখীন তারা। পাকা ধান মাঠে নষ্ট হবে। 


সব্জি ও এই বৃষ্টির ফলে ক্ষতির মুখে পড়বে। আগামী দিন সরকার কোনো ব্যবস্থা নিলে তবেই তারা স্বস্তি পাবেন। বৃষ্টির জেরে রাস্তাঘাট শুনশান।  খুব প্রয়োজন না পড়লে সাধারন মানুষ বাইরে বেরোচ্ছেন না। দিন আনা দিন খাওয়া লোকরা বাধ্য হচ্ছেন বৃষ্টিতে,  ঠান্ডায় কাজে বেরোতে। বৃষ্টির ফলে ট্রেন চলাচলেও বেশ প্রভাব পড়েছে। 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.