হাতির হানায় ঘর বন্দী বর্ষশেষে

 অরণ্য, ঝাড়গ্রাম-৩১শে ডিসেম্বর:

বছরের শেষ টা যে এমন হবে ভাবতে পারেনি ঝাড়গ্রামবাসীরা । দলছুট দাঁতালের আতঙ্কে বছরের শেষ দিন কাটালো সাঁকরাল ব্লকের মানুষের।বছরের শেষ দিন টা একটু আনন্দে কাটানোর ইচ্ছা ছিলো সেটা আর হল না। তার বদলে আতঙ্কে হাতির পিছনে শেষ হতে চললো বছরের শেষ দিনটা। এখনো রাত বাকি একটাই আকুতি নতুন বছরের প্রথম রাতে যেনো হাতির আতঙ্কে ঘুমাতে না হয়। নিশ্চিন্তে ঘুমতে পারে গ্রামের লোকেরা।


ফের দলছুট দাঁতালের দাপাদাপি এলাকায়। সকাল থেকেই ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের  হাড়িভাঙ্গা এলাকায় চাষের জমি সহ গ্রামে তান্ডব চালালো দাঁতাল হাতি। খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রতিনিয়ত চলে আসছে হাতির দল,ক্ষতি হচ্ছে ঘরবাড়ি,ফসল ,ঘটছে প্রানহানির মতো ঘটনা। তবুও হুশ নেই বনদপ্তরের। হাতি তাড়ানোয় কোনো ব্যবস্থা গ্রহন করছে না বনদপ্তর। বনদপ্তরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.