অরণ্য,ঝাড়গ্রাম-১৫ নভেম্বর:
ভাই ফোঁটা তাই ভাইদের জন্য রকমারি মিষ্টি তুলে দিতেই হবে। তাই মিষ্টির দোকান গুলোতে ভিড় চোখে পরার মতো। বছরের এই দিনটা ভাইদের পাতে হরেকরকম মেনুর সাথে মিষ্টির ভ্যারাইটিও দিতে পছন্দ বোনেদের। তাই স্বাভাবিক ভাবেই মিষ্টির দোকান গুলোতে ভিড় চোখে পড়ার মতো। আর ঝাড়গ্রাম থেকে গোপীবল্লভ পুর সব জায়গাতেই বোনদের নজরকারতে মিষ্টি দোকান গুলো তাদের নতুনত্ব নানা ধরনের মিষ্টির সম্ভার সাজিয়ে রেখেছে।
ফলে এক ধরনের মিষ্টি নেবে ঠিক করে এলেও এত ভ্যারাইটি যে একাধিক মিষ্টি নিয়ে ফেলছেন বোনেরা। এবার মিষ্টির দাম অনেকটাই বেশী তাই কিছুটা আশঙ্কাতেই মিষ্টি তৈরী করেছে দোকান গুলো। চাহিদা পুরনের জন্য সারারাত জেগে চলেছে মিষ্টি তৈরী। যাতে খদ্দেরা কম কিনে চলে যেতে না পারে তার জন্য বারানো হয়েছে ভ্যারাইটি। আর এখানেই বাজিমাত। ভাইদের পাতে একটা করেও ভ্যারইটি তুলে দিতে গিয়ে একাধিক মিষ্টি কিনছে বোনেরা। তাই দাম বাড়লেও ভীড় চোখে পড়ার মতো।