নিজস্বসাংবাদদাতা, ঝাড়গ্রাম- ৪ ঠা নভেম্বর:
কেন্দ্রীয় সরকারের ছাপ মারা বস্তা বস্তা রেশন সামগ্রী উদ্ধার। রেশন দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, তখনই গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়ার কেন্দুয়ানা গ্রামের ফাঁকা মাঠে কেন্দ্রীয় সরকারের স্ট্যাম্প দেওয়া বস্তা বস্তা রেশনের সামগ্রী। বস্তার মধ্যে নষ্ট হয়ে যাওয়া ছোলা।
গ্রামবসীরা গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের তপসিয়া গ্রাম পঞ্চায়েতের কেন্দুয়ানা এলাকায় বস্তা বস্তা রেশন সামগ্রী পরে থাকতে দেখেন। রেশন ডিলারের বাড়ির পিছনে ফাঁকা মাঠে এই সামগ্রী পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এ নিয়ে গ্রামবাসীদের বক্তব্য করোনার সময় রেশনে যখন ছোলা দেওয়া হয়েছিল তখন গ্রামবাসীরা রেশনের ছোলা সেই ভাবে পাননি। এখন রেশন দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড় তখন ভয়ে ওই ডিলার ওই ছোলা বস্তাগুলোকে নষ্ট করার চেষ্টা করেন। যদিও এ বিষয়ে রেশন ডিলারের বাবা অশোক কুমার মহন্তকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ফাঁকা জমিতে কে বা কারা এসে ছোলা ফেলে দিয়ে গেছে সেটা আমি তো বলতে পারব না। এখন রেশনে ছোলা দেওয়া হয় না। তো নষ্ট হয়ে যাওয়া ছোলা বস্তা গুলো কোথা থেকে এল কে বা কারা ফেললো তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। স্থানীয় বিজেপি নেতা মনিচাঁদ পানির অভিযোগ এখন রেশন দুর্নীতি নিয়ে যেভাবে ইডি অভিযান চালাচ্ছে তাই রেশন ডিলাররা প্রমাণ লোপাটের জন্য এগুলো ফেলে দিয়েছে মানুষকে না দিয়ে। যদিও এলাকার তৃণমূল নেতৃত্ব জানান তিনি বিষয়টা জানেন না। তার বক্তব্য আমার জানা নেই বিষয়টা প্রশাসন দেখছে এবং যদি কেউ করে থাকে তাহলে প্রশাসন বিষয়টি দেখবে।