রেল অবরোধ ঘিরে উত্তেজনা স্টেশনে

 অরণ্য, ঝাড়গ্রাম - ৩০শে নভেম্বর:

রোজকার মত ভোর ৬টায় স্টেশন এ এসেও সঠিক সময়ে অফিস ঢুকতে পারেনা না। এটা প্রায় রোজকার ঘটনা হয়ে দাঁড়িয়েছিলো। তাই বাধ্য হয়ে ডেলি প্যাসঞ্জাররা সকাল ৬.৩০ থেকে রেল অবরোধ শুরু করে। চলে ৯.৪০ পর্যন্ত।  শেষ মুহুর্তে আরপিএফ, জিআরপি লাঠি চালিয়ে এক রকম জোর করে অবরোধ তুলে দেয়। তার পর ফের অবস্থা খারাপের দিকে যাচ্ছে বুঝে তড়িঘড়ি স্টেশন ম্যানেজার একটা লিখিত দেন যাত্রী দের। এর পর প্রথমে টাটা খড়গপুর প্যাসেঞ্জার কে ছাড়া হয়। তার পর এক এক করে বাকি ট্রেন ছাড়ে।

যাত্রীদের অভিযোগ করোনা পরবর্তী সময়ে একাধিক ট্রেন  বন্ধ  আজও চালু হয়নি। তার উপর ঘন্টার পর ঘন্টা ট্রেন লেট বাধ্য হয়ে আজ অবরোধ। কতৃপক্ষ কে একাধিকবার জানিয়েও কোনো সুরাহা হয়নি।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.