অঙ্গনওয়াড়ি স্কুলের তালা ভেঙে চুরি

 তাপস রায় , হাওড়া জগৎবল্লভপুর-১৮ই নভেম্বর:



ফের হাওড়ায় চুরির ঘটনা ঘটল ,এবার  হাওড়ার জগৎবল্লভপুর। এবার অঙ্গনওয়াড়ি স্কুলের তালা ভেঙে চুরি গেল চাল, ডালের মতো খাদ্যসামগ্রী। স্থানীয় মানুষের অভিযোগ, চুরি ছিনতাইয়ের স্বর্গরাজ্য হয়ে উঠছে হাওড়ার জগৎবল্লভপুর। জানা গেছে, জগৎবল্লভপুরের শঙ্করহাটি ১নম্বর অঞ্চলের পাইকপাড়ায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে চুরি গিয়েছে ওই খাদ্যসামগ্রী। স্থানীয়দের অভিযোগ, মাত্র গত ২ মাসে জগৎবল্লভপুরে অন্ততঃ ২৫টি চুরি, ৩টি ছিনতাই ঘটেছে। ফের স্কুলে চুরির ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। 'নিষ্ক্রিয়তা'র অভিযোগ উঠেছে এই ঘটনায়। গত দু'দিন আগেও এক দুষ্কৃতীকে মারধরের ঘটনা সামনে এসেছিল। দুস্কৃতির বাইক ভাঙার ভয়ঙ্কর ছবি উঠে এসেছিল জগৎবল্লভপুরে। এই চুরির ঘটনা প্রসঙ্গে মেঘনাথ দলুই নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, এখানে সকালে স্কুলের শিক্ষক এসে সকলকে ডাকেন। তালা ভাঙা ছিল। আমরা আসার পর শিক্ষক স্কুলে ঢুকে দেখেন ২ বস্তা চাল এবং ২ বস্তা ডাল চুরি গিয়েছে। এখানে ভাইফোঁটার আগের দিন একটা বাড়ি থেকে ছাগল চুরি হয়েছে। সপ্তাহ ২ আগে একটি মন্দিরেও চুরির ঘটনা বারেবারে চুরির ঘটনায় আমরা সকলে আতঙ্কে রয়েছি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.