অরণ্য,ঝাড়গ্রাম -১৬ নভেম্বর:
ঝাড়গ্রাম স্পঞ্জ আয়রন কারখানাতে ৫ বছরের নাবালক এক শিশু না বুঝে ভেতরে ঢুকে পড়ায় সিকিউরিটি গার্ডরা শিশুকে ধরে বেধড়ক মারধর করে, কটুক্তি ও যাতা ভাষায় গালিগালাজ করে ও প্রাণে মারার হুমকি দেয়, সেই ঘটনাকে ঘিরে উত্তপ্ত জিতুসল গ্রামের সমস্ত গ্রামবাসীরা,
এই সমস্ত গ্রামের সাধারণ মানুষের একটাই বক্তব্য,একটা নাবালক শিশুকে আটকে রেখে যেভাবে মারধর করা হয়েছে, তার বিচার যতক্ষণ না হচ্ছে , ততক্ষণ তারা বিক্ষোভ দেখাবেন। উপযুক্ত শাস্তির দাবিতে সমস্ত গ্রামের মানুষ একজোট হয়েছেন এবং প্রশ্ন তুলতে শুরু করেছেন কিভাবে একজন নাবালক শিশুকে কারখানা কর্তৃপক্ষ মারধর করতে পারে।