নিজস্বসাংবাদদাতা, ঝাড়গ্রাম ২৩:
২রা নভেম্বর ১৬নং জাতীয় সড়কে মহিষ পাচারের সময় ২১টি মহিষ এবং কয়েকটি বাছুর সহ ৩টে পিকআপ ভ্যান আটক করে ঝাড়গ্রাম থানার পুলিশ। গ্রেপ্তার হয় চারজন।কেস নাম্বার ২৯৮/২৩ । ডেটেড ২/১১/২৩ ।ঐ গাড়িগুলির মধ্যে একটি গাড়ি ভাটপাড়াতে খুন হওয়া তৃণমূল নেতা ভিকি যাদব এর স্ত্রী নিলম যাদবের নামে ছিলো। নিলম যাদবের নামে থাকা গাড়িতে মোষ পাচার করার অভিযোগে মানিকপাড়া ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার ও আটক করে। অভিযোগ নিলম যাদবের নামে থাকা পিকআপ ভ্যানে ৭টি মহিষ পাচার করা হচ্ছিলো। যার ঐ সময়ে কোনো কাগজ ছিলোনা। এর পর নিলম যাদব ঝাড়গ্রাম কোর্ট থেকে জামিন নেন। আজ ফের গাড়ি এবং গরু সংক্রান্ত বিষয়ে ঝাড়গ্রাম আদালতে হাজিরা ছিলো।