নিজস্বসংবাদদাতা , হাওড়া- ১৫ নভেম্বর:
অবিশ্বাস্য ! হাওড়ায় ভাইফোঁটার দিন পেঁয়াজ বিকোচ্ছে ২৫ টাকা কিলো করে ? পেঁয়াজ নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে খুশি সাধারণ মানুষ। বাজারে যে পিঁয়াজ বিক্রি হচ্ছে, ৮০ থেকে ৬০ টাকায় সেই পেঁয়াজই কেন্দ্রীয় সরকার ২৫ টাকা কেজি করে বিক্রি করছে জায়গায় জায়গায়। একটি ছোট ম্যাটাডোরে করে এই পেঁয়াজ নিয়ে এসে সাধারণ মানুষ এর পাশে দাঁড়াবার চেষ্টা হলো। বুধবার ছিল ভাইফোঁটা। বাঙালির ঘরে ঘরে একটা বড় অনুষ্ঠান এই দিনে। এই অনুষ্ঠানের দিন এত সস্তায় পেঁয়াজ পেয়ে মানুষ খুব খুশি। সরকারি পক্ষ থেকে জানানো হয়েছে শুধু পেঁয়াজ নয় এরপর আসবে ছোলার ডাল। সেটাও ৬০ টাকা কেজি হিসেবে বিক্রি হবে বলে জানা গেছে। বুধবার হাওড়ায় দ্বিতীয় দিন এই প্রকল্পের কাজ চলছে। এদিন হাওড়ার বেলুড় বাজার সহ আর বিভিন্ন জায়গায় এই পেঁয়াজ বিক্রি হতে দেখা যায়। আর মানুষ ভিড় করেই তা কিনেছেন। এই কর্মসূচি নিয়ে বিধানসভার কনভেনার যোগেশ সিং বলেন, দেশে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। বাজারে জোগান ঠিকমতো হচ্ছেনা। সেইন কারণে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কম দামে কলকাতা এবং এর পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। কলকাতায় এমন একশোর বেশি পেঁয়াজের গাড়ি এসেছে। হাওড়ায় ডনবক্সো, রঙ্গোলি মল, বেলুড় বাজারে এই পেঁয়াজ বিক্রি হয়েছে। যেখানে খেটে খাওয়া মানুষ রয়েছে, যেখানে সত্যিই প্রয়োজন আছে, মানুষে যেখানে বেশি দামের পেঁয়াজ কিনতে পারবে না সেখানেই এই গাড়ি যাবে। এর সঙ্গে ছোলার ডালও দেওয়া হচ্ছে। প্রতিজনকে কেজি প্রতি ২৫ টাকা করে ২ কেজি করে পেঁয়াজ দেওয়া হচ্ছে। কয়েক দিন ধরে হাওড়ায় ৩টে গাড়ি আসছে। ক্রেতা মন্টু সিং বলেন, বর্তমানে যা পেঁয়াজের দাম সেই জায়গায় দাঁড়িয়ে ২৫ টাকা কেজিতে দিলে মধ্যবিত্তদের পক্ষে ভাল। কারণ কারবার কারও ভাল চলছে না। বিভিন্ন উৎসবের পর সকলের হাত খালি।