আন্তর্জাতিক পুরুষ দিবস

সুগত দত্ত,কলকাতা -১৯শে নভেম্বর:

পুরুষ মানুষ পরিবারের বটবৃক্ষ। পিতা ,দাদা, কাকা, জ্যাঠা,ভিন্ন ভিন্ন রূপে পরিবারের কাছে নিরাপত্তার আশ্রয় স্থল হয়ে ওঠেছে। সেখানে পুরুষ দিবস আলাদা করে পালিত হতে শোনা যায় না। তাই এই দিনটির কথা মাথায় রেখে "Save Indian  Family Foundation" সদস্যরা   কলকলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে  আন্তর্জাতিক পুরুষ দিবস পালন করলো। যেখানে পুরো ভারতে  নারী দিবস, শিশু দিবস পালন হয়, সেখানে এনারা রাস্তায় দাঁড়িয়ে থেকে পোষ্টার নিয়ে গোটা পশ্চিমবঙ্গকে পুরুষ দিবসের অভিনন্দন জানায়।

তারা শান্তিপূর্ণ ভাবে পথের পাশে দাঁড়িয়ে সাধারণ পথচারীদের পুরুষ অধিকার সম্পর্কে জানান দেন। তাদের বক্তব্য এই সমাজে পুরুষ হয়ে জন্ম নেওয়াও একটি অপরাধ। এই দেশে নারীদের এমন কি পশুদের ও কমিশন আছে, কিন্তু পুরুষদের নেই। ৫০ টির বেশি আইন পুরুষদের বিপক্ষে। দোষ করলে পুরুষরা ছাড়া পান না, কিন্তু নারীরা অবলীলায় ছাড়া পেয়ে যান। ওনারা অঙ্গীকার করেন প্রতি বছর ১৯ এ নভেম্বর এ এই দিন টি পালন করবেন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.