নিজস্বসংবাদদাতা, উত্তর দিনাজপুর ১৮ই নভেম্বর:-
বাঙালির বারো মাসে তেরো পার্বন আর তেরো পার্বনের মধ্যে অন্যতম ছট পুজো।কালীপূজোর রেশ কাটতে না কাটতে ছট পূজোয় মেতে উঠেছে আপাময় বাঙালি। আর তাই রাত পেরোলেই ছট উৎসব।রবিবার বিকেলে জলে নেমে অস্তগামী সূর্যের অর্ঘ্য প্রদান ও সোমবার ভোরে উদীয়মান সূর্যকে আরাধনা ও অর্ঘ্য প্রদানের মধ্য দিয়ে ছট পূজো শেষ হবে। তার আগে ছট পূজোর জন্য বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী কিনতে ছট ব্রতী দের ভিড় লক্ষ্য করা গেল বাজার গুলিতে।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজার ও তারা বাজারে শনিবার সকাল থেকেই ভিড় জমে উঠেছে ক্রেতা ও বিক্রেতাদের। ফুল, ফল সহ ছট পূজোর উপকরণ কিনতে কালিয়াগঞ্জ শহরে ভিড় জমেছে।
বাড়তি লাভের আশায় এদিন বাড়িতে তৈরি ডালি কুলো সহ বিভিন্ন সামগ্রির পসার নিয়ে বসেছে বিক্রেতারা। যদিও ছট ব্রতি দের দাবি এদিন প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীর দাম ছিল বেশি৷ যদিও ছটের জন্য সমস্ত কিছু নিয়েই ঘরে ফেরে ছট ব্রতিরা।বিক্রেতারা জানান এমনি সব সামগ্রীর দাম ঠিক থাকলেও কিছু সামগ্রীর দাম বেশি আছে।তাদেরকেও বেশি দামে কিনতে হয়েছে।সকাল থেকেই ক্রেতারা ভীড় জমাচ্ছে।অপরদিকে ক্রেতারা বলেন ছট পূজো বলে কথা পরিবারের মঙ্গলকামনায় নিষ্ঠা সহকারে পূজো করা হয়। ফলের দাম বেশি রয়েছে তার মধ্যেই কিনতে হচ্ছে।