অরণ্য,ঝাড়গ্রাম-২৬ নভেম্বর:
ঝাড়গ্রামের রাজানগর ১৬নং ICDS সেন্টারের বেহাল দশা। খোলা আকাশের নিচে আইসিডিএস সেন্টার। ৯৮ জন মা ও শিশুর খাওয়া পড়ার ভরসা খোলা আকাশ। আর ত্রিপলের ছাউনি। এটাই বর্তমান সরকারের উন্নয়নের চিত্র। সম্প্রতি মিডডেমিল সংক্রান্ত সমস্ত বিষয় তদন্ত শুরু করতে চলেছে সিএজি। তারি মধ্যে জঙ্গল এই চিত্র বেশ তাৎপর্য পূর্ণ। নেই কোনো স্থায়ী সেন্টার। খোলা আকাশের নিচে চলছে CDS সেন্টার। নেই কোনো ক্লাসরুম, নেই কোন রান্নাঘর। নোংরা আবর্জনার মধ্যে রান্না হচ্ছে ৯৮ জন মা ও শিশুর খাবার।
পড়াশুনার বালাই নেই। বর্ষাকালে খোলা আকাশের নিচে ত্রিপলের নিচে চলছে শিশুদের রান্না, এ বিষয় নিয়ে বারংবার স্থানীয় ব্লক প্রশাসনে জানানো হয়েছে কোন সুরাহা দেখতে পাননি এলাকার বাসিন্দারা তাই স্থানীয় কচিকাঁচারা আর এই সেন্টারে আসেন না। কবে এই আইসিডিএস সেন্টার স্থায়ীভাবে গড়ে উঠবে কবে কচিকাঁচারা আইসিডিএস সেন্টারে এসে বইয়ের মুখ দেখবে সে দিকেই তাকিয়ে গ্রামের সাধারণ মানুষ। শিশু, মা, আসুক না আসুক রান্না নাকি সবারি হয়।