বেলুড় মঠ সারদাপীঠের জগদ্ধাত্রী পুজো

 নিজেস্বসংবাদদাতা,বেলুড় - ২১শে নভেম্বর:

বেলুড় মঠ সারদাপীঠের জগদ্ধাত্রী পুজোয় ভক্ত ও সমাবেশ চোখে পরার মতো। মঙ্গলবার সকাল থেকে সপ্তমী, অষ্টমী ও নবমীর বিহিত পুজো অনুষ্ঠিত হয়। মহাসমারোহে বেলুড় মঠ সারদাপীঠে শুরু হয় শ্রীশ্রীজগদ্ধাত্রী পূজা। এদিন নবমীতে একই সাথে সপ্তমী, অষ্টমী এবং নবমী পূজা হয়। সকালে পূর্বাহ্ন পূজা দিয়ে শুরু হয় পূজা। এরপর মধ্যাহ্ন পূজা এবং অপরাহ্ন পূজা হয়। এরই মধ্যে হয় পুষ্পাঞ্জলি, হোম এবং প্রসাদ বিতরণ। সন্ধ্যায় আরতি হয়ে পুজোর সমাপ্তি হবে। দশমীতে সকালে পূজা হওয়ার পর দর্পণ বিসর্জন এবং সন্ধ্যায় হবে প্রতিমা নিরঞ্জন। মহা ধূমধামে জগদ্ধাত্রী পূজা হচ্ছে বেলুড় মঠ সারদাপীঠে। সারদাপীঠের তরফে জানা গেছে, বেলুড় মঠের শাখাকেন্দ্র রামকৃষ্ণ মিশন সারদাপীঠে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। সারদাপীঠের অঙ্গন 'তত্তমন্দির'এর সংলগ্ন পুজোমন্ডপে হচ্ছে এই পুজো। বৈদিক এবং তান্ত্রিক মতে এই পুজোর সংমিশ্রণ রয়েছে। প্রায় দূর্গা পূজার সময়কালীন একই  সময় ধরে এখানে নিষ্ঠার সঙ্গে পুজো হচ্ছে। পুরাণ মতে দুর্গার অপর রূপ জগদ্ধাত্রী। সোমবার দেবীর আবাহন এবং অধিবাস হয়েছে। মঙ্গলবার সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো হয়। বুধবার সকালে দশমীর পুজো হবে এবং সন্ধ্যায় বিসর্জন হবে। প্রসঙ্গত, এখানে স্থানীয় ভক্ত ছাড়াও দূরদুরান্ত থেকে ভক্তরা এসে পুজোয় অংশগ্রহণ করে থাকেন।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.