নিজস্বসংবাদদাতা,রায়গঞ্জ-১০ নভেম্বর:
মানুষের অধিকার সুপ্রতিষ্ঠার বার্তাকে সামনে রেখে DYFI-এর ইনসাফ যাত্রা এসে পৌঁছালো রায়গঞ্জ শহরে। এদিন রায়গঞ্জের সুভাষগঞ্জ হয়ে এই যাত্রা শহরে প্রবেশ করে। রায়গঞ্জের ইন্সটিটিউট প্রাঙ্গনে গিয়ে সেখানে একটি প্রকাশ্য সমাবেশে মিলিত হয়। এই যাত্রা ও সমাবেশে নেতৃত্ব দেন সংগঠনের নেত্রী মীনাক্ষী মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন কলতান দাসগুপ্ত, পলাশ দাস সহ সিপিএমের যুব নেতৃত্ব।
এদিনের প্রকাশ্য সমাবেশ থেকে রাজ্যে একের পর এক দুর্নীতি নিয়ে সুর চড়ান যুব নেত্রী৷ চাকরী থেকে শুরু করে রেশন। একের পর এক দূর্নীতি সামনে আসায় গ্রেফতার হচ্ছেন নেতা-মন্ত্রীরা। যা বাংলার লজ্জা বলে কটাক্ষ করেন তিনি। প্রসঙ্গতঃ শিক্ষা ও কাজের দাবীতে ৩রা নভেম্বর থেকে ইনসাফ যাত্রা শুরু হয়েছে। কোচবিহার থেকে কোলকাতা পর্যন্ত যাবেন DYFI নেতৃত্ব।