নিজস্বসংবাদাতা,কোচবিহার -১৫ নভেম্বর :
ভাইফোঁটায় ভাইয়ের কপালে ফোটা দিয়ে ভাইদের দীর্ঘায়ু কামনা করে বোনেরা। প্রতিটি ঘরে ঘরে বোনেরা ভাইকে ফোঁটা দিয়ে ভাইদের দীর্ঘায়ু কামনা করছে। তেমনি ভারত বাংলাদেশ সীমান্তের বিএসএফ জাওয়ানদের দীর্ঘায়ু কামনা করে বিএসএফ জওয়ানদের কপালে ফোঁটা দিলেন তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়িকা মালতি রাভা রায়। বুধবার বিজেপির মহিলা মোর্চার কর্মীদের নিয়ে তুফানগঞ্জ মহকুমার বালাভূত বিএসএফ ক্যাম্পে গিয়ে বিএসএফ এর ১৪ নং ব্যাটেলিয়ানের জওয়ানদের ভাইফোঁটার আয়োজন করেন তিনি। বিজেপি বিধায়ক ও মহিলা মোর্চার মহিলারা এদিন সীমান্তে বিএসএফ জওয়ানদের কপালে তিলকের ফোঁটা দেন। সীমান্ত প্রহরীদের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করেন বিধায়ক মালতি রাভা রায়। এই বিষয়ে বিজেপি বিধায়ক মালতি রাভা রায় বলেন ''অত্যন্ত প্রহরার মাধ্যমে দেশকে এবং দেশের মানুষকে সুরক্ষা দিয়ে চলেছেন বিএসএফ জওয়ানরা। পরিবার থেকে বহু দূরে আমাদের সুরক্ষায় যারা রয়েছে তাঁদের সুরক্ষার জন্য এদিন বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে সেই সমস্ত জওয়ানদের দীর্ঘায়ু কামনা করে ভাইফোঁটা দেওয়া হলো।