তাপস রায়,উলুবেড়িয়া হাওড়া-১৮ই নভেম্বর:
উলুবেড়িয়ার রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হলো২০২৩ এর শারদ সম্মান মহরম ও কার্নিভালের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।শনিবার উলুবেড়িয়ার রবীন্দ্রভবনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়, আরও উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান অভয় কুমার দাস, উপপৌরপ্রধান সেখ ইনামুর রহমান, হাওড়া জেলা গ্ৰামীন পুলিশ সুপার স্বাতী ভাঙ্গালিয়া, হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস, সহসভাধিপতি অজয় ভট্টাচার্য, আমতার বিধায়ক সুকান্ত পাল প্রমুখ।