গ্রামের মেয়ে দুর্গা

   অরণ্য, ঝাড়গ্রাম - ১৭ই অক্টোবর:

৩০বছরের পা দিলো  জাম্বনী সার্বজনীন পুজো কমিটি পুজো। থিম আমার গ্রামের মেয়ে দুর্গা। গ্রামের মেয়েরা আর সংসারে আটকে নেই। গ্রামের মেয়েরাও গ্রাম থেকে উঠে এসে আজ সমাজে প্রতিষ্ঠিত। তাই এখানে মায়ের দুরকম রুপ। 


মেয়েরা যে রুদ্র মূর্তী ধরলে ভয়ংকর হয়ে ওঠে। তাই সেটা বোঝাতে মূর্তী গড়া হয়েছে লোহা, স্ক্রু,নাট, বল্টু, রেঞ্জ দিয়ে। অপরদিকে মহিলাদের মমতাময়ী রুপে মায়ের সাবেকি মূর্তীতে পুজো হবে। অভিনব মন্ডপ সজ্জা ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.