বিশেষ উপহার ঝাড়গ্রাম পুলিশের

 অরণ্য, ঝাড়গ্রাম-৭ই অক্টোবর: 

পুলিসের সম্পর্কে মানুষের মনে যে ভয় কাজ করে তা আমাদের সবার কম বেশী অভিজ্ঞতা আছে। কিন্ত একদম উল্টো ছবি দেখছে ঝাড়গ্রাম বাসীরা। ঝাড়গ্রাম বাসীর কাছে বিশেষ উপহার জেলা পুলিশের পক্ষ থেকে ।পুজোর আনন্দ যাতে মাটি না হয় তার জন্য সাইবার জালিয়াতি রুখতে১০/১০ নামে বিশেষ ক্যাম্প। পাশাপাশি খড়গপুরে ডাকাতির ঘটনার ডাকাত ধরার অপারেশন এ থাকা বাহিনীদের বিশেষ পুরষ্কার।প্রায়,৩৮লক্ষ্য ২৩ হাজার টাকা মূল্যের চোরাই মোবাইল উদ্ধার করে তা ফিরিয়ে দেওয়া হল।

শুধু তাই নয় ৫৪ জন যুবক যুবতী লক্ষ্যভেদ প্রোগ্রামের সহায়তা নিয়ে চাকরির পরীক্ষায় উর্ত্তিন্য হয়ে চাকরিতে জয়েন। সব মিলিয়ে খুশির হাওয়া পুজোর আগে।সাইবার জালিয়াতির হাত থেকে ঝাড়গ্রামবাসীকে বাঁচাতে পুজোর আগে ঝাড়গ্রাম জেলা পুলিশের বিশেষ উদ্যোগ ১০/১০ কর্মসূচী। সম্প্রতি আঁধার বায়োমেট্রিক জাল করে বহু মানুষের  ব্যাঙ্ক থেকে টাকা উধাও হয়ে গেছে। ঝাড়গ্রাম জেলাতেও ঘটেছে এই ঘটনা। তাই গ্রাম গঞ্জের গরিব মানুষের পুজোর আগে যাতে বয়োমেট্রিক জাল করে টাকা লুঠ করতে না পারে , তার জন্য বিশেষ ক্যাম্প করে তার ট্রেনিং দেওয়া শুরু হয়েছে। যারা ট্রেনিং নেবেন তারা নতুন ১০ জনকে ফের লক করার পদ্ধতি শেখাবে। এই ভাবে চেন সিস্টেমে বায়োমেট্রিক লককে তৃনমূল স্তরে ছড়িয়ে ফ্রড রুখতে উদ্যোগী জেলা পুলিশ।পুলিশের এই উদ্যোগে খুশি এলাকাবাসী।অপরাধী ধরা থেকে শুরু করে আগাম অপরাধ কে আটকে জেলাকে সুরক্ষিত রাখার এই উদ্যোগে খুশি এলাকাবাসী।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.