দুষ্কৃতিদের দৌরাত্ম্য এখন ক্রিটিক্যাল কেয়ারে

 দিব্যেন্দু গোস্বামী,রামপুরহাট- ১লা অক্টোবর:

 

দুষ্কৃতিদের দৌরাত্ম্য এখন ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ও ঢুকে পরেছে। আগ্নেয়াস্ত নিয়ে ঢুকে চিকিৎসক ও নার্সদের হুমকি এক দুষ্কৃতির। গতকাল রাতে আনুমানিক দশটা নাগাদ বীরভূমের রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে এক দুষ্কৃতী নাম তার হানিফ শেখ ।তার আত্মীয় কে দেখা করার জন্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ঢোকার চেষ্টা করেন সেখানে থাকা ডাক্তার ও নার্সরা তাকে বারণ করে এবং বলেন যে সময় শেষ হয়ে গেছে এখন আপনি দেখা করতে পারবেন না। 


তখন তিনি একটি আগ্নেয়াস্ত দেখিয়ে প্রাণের ভয় দেখিয়ে ডাক্তার ও নার্সদের। এরপর তিনি তার আত্মীয়-সঙ্গে দেখা করেন। এই ঘটনার আতঙ্কে রয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তার ও নার্স। বিষয়টি তারা হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে রাত্রি দেড়টা নাগাদ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায় করেন। আজ অভিযুক্ত হানিফ শেখ কে গ্রেফতার করেন রামপুরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় তার বাড়ি রামপুরহাট থানার পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডে। আজ হানিফ শেখ কে রামপুরহাট মহকুমা আদর তোলা হয়। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.