ইসলামপুর শহরে নেতাজী পল্লী এলাকায় গভীর রাতে নৃশংস খুনের ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। পারিবারিক ষড়যন্ত্রের শিকার এই ঘটনা বলে মনে করা হচ্ছে। ভোর রাতে স্থানীয়রা খুনের বিষয়টি জানতে পারে বলে জানিয়েছেন। গভীর রাতে নেতাজিপল্লীর বাসিন্দা ব্যবসায়ী অভিজিৎ তরফদার(৩৮) নামে এক ব্যক্তির বাড়িতে দুষ্কৃতীরা এসে ধারালো অস্ত্র দিয়ে তার গলার নলি কেটে চম্পট দেয়।। ঘটনায় আহত মৃত অভিজিৎ তরফদারের মা প্রতিভা তরফদার। তার অভিযোগ বাড়ির তিনটে দরজা খুলে কিভাবে দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করলো? ঘরের চাবি যেখানে রাখা থাকতো সেখানেই আছে।
তিনি তার ছেলে অভিজিৎ তরফদারের স্ত্রীকে সন্দেহ করছেন।এই মুহুর্তে প্রতিভা তরফদার ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছেন। ঘটনায় অভিজিৎ তরফদারের স্ত্রী দীপ্তি তরফদারকে আটক করেছে পুলিশ। পাশাপাশি পুলিশ সুত্রে জানা গিয়েছে স্ত্রীর দুই বান্ধবীকেও আটক করা হয়েছে ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।সবমিলিয়ে এই খুনের ঘটনার পেছনে সম্ভবত কারন হিসেবে পরকীয়া প্রেমও হতে পারে বলে আশঙ্কা করছেএলাকাবাসীরা।