সিকিমে নিখোঁজ ঝাড়গ্রামের একই পরিবারের ৫জন

 অরণ্য,ঝাড়গ্রাম- ৫ই অক্টোবর: 

 

সিকিমে  হরকা বানের জেরে জলের তলায় বেশ কিছু এলাকা ।  ঝাড়গ্রাম থেকে সিকিম বেড়াতে গিয়ে নিখোঁজ একই পরিবারের ৫জন। দুই ছেলে ও দুই বৌউমা এবং নাতি।১লা অক্টোবর ঝাড়গ্রাম থেকে তারা রওনা দেন। প্রথমে সিকিম পরে গ্যাংটক সেখান থেকে লাচুং গিয়েছিল।গত মঙ্গলবার রাত সাড়ে নটায় পরিবারের সাথে শেষ যোগাযোগ হয়। তারপর থেকেই আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না এই ৫ জনের।দুশ্চিন্তায় পরিবার।

ঝাড়গ্রাম গাইঘাটা এলাকার বাসিন্দা


নাম -  শুভদীপ রথ

মোবাইল 7908111410

নাম - অপূর্ব রথ

মোবাইল -6297466384

নাম - নীলা রথ

 মোবাইল - 9641096416

নাম- সুপ্রিয়া রথ

মোবাইল - 9647768846


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.