শুটআউট দিন দুপুরে



 নিজস্বসংবাদদাতা, উত্তর দিনাজপুর ২০ সেপ্টেম্বর:      

দিনে আলোতে শুটআউট। এবারে তৃণমূলের প্রধানকে গুলি করে পালালো দুষ্কৃতীরা। গুলিবিদ্ধের নাম মহঃ রাহি।  ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার পাঞ্জীপাড়া এলাকায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার পাঞ্জিপারা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান মহঃ রাহি কে পঞ্চায়েত দপ্তরের সামনে রাস্তায় গুলি করে কয়েকজন দুষ্কৃতী। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে প্রধান।  তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে প্রথমে পাঞ্জিপারা স্বাস্থ্য কেন্দ্র এবং পরে বিহারের কিশানগঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পেটে এবং হাতে গুলি লাগে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তার শারীরিক  অবস্থার অবনতি হওয়ায় তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।  কে বা কারা এই ঘটনা ঘটালো তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পাঞ্জিপারা ফাঁড়ির পুলিশ।

এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।  ঘটনার জেরে প্রধানের অনুগামীরা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। তবে কে বা কারা প্রধানকে গুলি করল সে বিষয়ে কিছু জানা যায়নি। পাশাপাশি এই ঘটনার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে কি না তা নিয়েও তৃনমূল সূত্রে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাকে ঘিরে আতঙ্কিত হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের মন্তব্য যে এলাকায় প্রধান পদের একজন জনপ্রতিনিধি সুরক্ষিত নয় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। দুই দুষ্কৃতী একটি মোটর বাইকে চেপে এসেছিল। দুষ্কৃতীরা একবার তিনটি গুলি চালিয়েছে পরে আবার দুটি গুলি চালিয়েছে বলে জানা গিয়েছে।  এদিকে ঘটনার খবর পেয়েই স্থানীয় তৃনমূল নেতা শান্তি রঞ্জন মৃধা জেলা তৃনমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ অন্যান্য নেতৃত্বরাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। অন্যদিকে ঘটনার জেরে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পাঞ্জিপারা ফাঁড়ি ও গোয়ালপোখর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।  তবে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলা এলাকায় দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে শুট আউটের ঘটনা যেন আম বাত হয়ে দাঁড়িয়েছে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.