নিজস্বসংবাদদাতা, উত্তর দিনাজপুর ২০ সেপ্টেম্বর:
এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। ঘটনার জেরে প্রধানের অনুগামীরা ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। তবে কে বা কারা প্রধানকে গুলি করল সে বিষয়ে কিছু জানা যায়নি। পাশাপাশি এই ঘটনার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে কি না তা নিয়েও তৃনমূল সূত্রে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাকে ঘিরে আতঙ্কিত হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের মন্তব্য যে এলাকায় প্রধান পদের একজন জনপ্রতিনিধি সুরক্ষিত নয় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। দুই দুষ্কৃতী একটি মোটর বাইকে চেপে এসেছিল। দুষ্কৃতীরা একবার তিনটি গুলি চালিয়েছে পরে আবার দুটি গুলি চালিয়েছে বলে জানা গিয়েছে। এদিকে ঘটনার খবর পেয়েই স্থানীয় তৃনমূল নেতা শান্তি রঞ্জন মৃধা জেলা তৃনমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল সহ অন্যান্য নেতৃত্বরাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। অন্যদিকে ঘটনার জেরে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পাঞ্জিপারা ফাঁড়ি ও গোয়ালপোখর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ। তবে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলা এলাকায় দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে শুট আউটের ঘটনা যেন আম বাত হয়ে দাঁড়িয়েছে।