নিজস্বসংবাদদাতা,রায়গঞ্জ-১৪ নভেম্বর:
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ডাক বিভাগ কর্তৃক প্রদত্ত বিভিন্ন উন্নয়নমূলক পরিষেবার বিষয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল রায়গঞ্জে। রায়গঞ্জ শহরে অবস্থিত মুখ্য ডাক অফিসে এই শিবির অনুষ্ঠিত হয়। একাধিক টেন্ট করে ধাপে ধাপে সাধারণ মানুষকে ডাক পরিষেবার বিষয়ে অবগত করা হয়। সারা দেশজুড়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশেষ করে ইন্ডিয়ান পোষ্ট পেমেন্ট ব্যাঙ্কের লাভজনক পরিষেবার প্রতিটি পর্যায় এদিন তুলে ধরা হয়। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষ যাতে সঞ্চয় করে তার জন্য পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্কের গুরুত্ব বোঝান হয়। যেখানে স্মল সেভিংস স্কীমের সুদের হার ৪ শতাংশ। যার দ্বারা স্বল্প সঞ্চয় ব্যবস্থা সর্বোৎকৃষ্ট। এছাড়াপ PLI কিংবা RPLI এর "লো প্রিমিয়াম হাই বোনাস" স্লোগানের বিষয়েও অবগত করা হয় সকলকে।