অরণ্য,ঝাড়গ্রাম- ৫ই সেপ্টেম্বর:
সাঁকরাইল ব্লকের ৭/৮ টি গ্রামে তান্ডব চালালো হাতির দল। একাধিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দেওয়াল ভেঙে চাল লুঠ। বহু বাড়ি ঘর সম্পূর্ন ভেঙে ফেললো হাতির পাল। প্রতিবাদে কেঁদুবনি, পাথরা গ্রামে গ্রামীন সড়ক অবরোধ করে গ্রামবাসীরা।
রোজই বাড়ছে হাতির তান্ডব। গত কাল রাতে সাঁকরাইল ব্লকের পরাশুলি, পাথরা,শুকনাখালি, কেন্দুবনি,জুগিশোল গ্রামে তান্ডব চালায় হাতির পাল। ছোট ছোট দলে ভাগ হয়ে গ্রামে প্রবেশ করে। হুলা তাড়াতে গেলে তাদের পাল্টা আক্রমন চালায় হাতির দল। ফলে হুলাও পিছু হঠতে বাধ্য হয়।
গ্রামগুলিতে ৮/৯ টি বাড়ি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ভাঙার পাশাপাশি সব্জি এবং ধানের ব্যাপক ক্ষতি করে অভিযোগ। মাঠের সমস্ত ধান খেয়ে মরুভূমিতে পরিনত করেছে হাতি। মানুষ হাতির ভয়ে বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে। এত কিছুর পরও বনদফতর উদাসিন বলে অভিযোগ গ্রামবাসী দের। তাদের কাতর আবেদন যে বাড়ি ভাঙা বা ফষলের ক্ষতি হচ্ছে তা অবিলম্বে ক্ষতিপূরণ করুক বনদফতর।