ডালখোলা উদ্ধার হল বিপুল পরিমাণ গাঁজা


নিজস্বসংবাদদাতা,রায়গঞ্জ-৩রা সেপ্টেম্বর:
বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশের জালে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা।
  CISF লেখা একটি গাড়ি থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার হল উত্তর দিনাজপুর জেলার ডালখোলায়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গাঁজা সমেত কন্টেনার আটক করেন। রবিবার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, যে একটি গাড়িতে করে গাঁজা পাচার করা হচ্ছে। ঠিক সেইসময় ডালখোলা থানার পুলিশকর্মীরা ৩১ নম্বর জাতীয় সড়ক এলাকায় নাকা তল্লাশি শুরু করেন। ঠিক সেসময় আগরতলা থেকে আসা একটি কন্টেনারকে আটক করেন পুলিশকর্মীরা। জিজ্ঞাসাবাদে সন্দেহ হওয়ায় সেই কন্টেনারকে নিয়ে আসা হয় পুলিশ ক্যাম্পে। পুলিশ কর্মীরা তল্লাশি চালাতেই বিভিন্ন কার্টুনের বাক্স এবং লাগেজের ভেতর থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করেন। প্রাথমিক অনুমান প্রায় ২৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ টাকা। ঘটনায় জিজ্ঞাবাদের জন্য ওই কন্টেনারের চালককে আটক করার পাশাপাশি গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।


 গাঁজা উদ্ধারের ঘটনায় সাংবাদিক সম্মেলন পুলিশের। উত্তর দিনাজপুর জেলার ডালখোলায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় এবারে সাংবাদিক সম্মেলন করলেন ডালখোলা পুলিশ মহকুমা আধিকারিক সৌম্যানন্দ সরকার। রবিবার সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছেন, সিআইএসএফ এর স্টিকার লাগানো গাড়িতে পাচারের আগে বিপুল পরিমাণ গাঁজা আটক করেন পুলিশকর্মীরা। প্রায় ২ কুইন্টাল ৩৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ১২ লক্ষ টাকা। এই ঘটনায় বেশ কিছু তথ্য সামনে এসেছে,সেই সূত্র ধরেই গোটা বিষয়ে জড়িতদের সন্ধানে তদন্ত প্রক্রিয়া শুরু করেছে ডালখোলা থানার পুলিশ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.