ভ্যাটিকান সিটিতে ঝাড়গ্রামবাসীর অবাধ বিচরণ

 অরণ্য, ঝাড়গ্রাম-৬ই সেপ্টেম্বর: 


ভ্যাটিকান সিটিতে এবার ঝাড়গ্রামবাসীর অবাধ বিচরণ থাকবে। ঝাড়গ্রাম এর পূর্বাশা সার্বজনীন দুর্গা উৎসব কমিটির উদ্যোগে এই ব্যবস্থাপনা। রোমের পবিত্র ভার্টিকান সিটির স্থাপত্যকেই পুজোর থিম করেছেন তারা। আর জন্মাষ্টমীর পূর্নলগ্নে তারি খুঁটি পুজো হল আজ। কমিটির সকল সদস্যের উপস্থিতিতে এই খুঁটিপুজো। ৪১ বছরে পড়লো এই পুজো। 


ঠাকুর সনতনি,কুমার টুলি থেকে বায়না করা হয়েছে। যেহেতু পবিত্র ভার্টিকান সিটি এবার মূল থিম তাই পবিত্র জনহিতকর কাজের উপর ও গুরুত্ব দেওয়া হয়েছে। সেবায়তনের মুক বধির আশ্রমের আবাসিকদের মহালয়ার দিন নতুন জামাকাপড়  প্রদান এবং মধ্যান্হ ভোজের আয়োজন করা হয়েছে। পাশাপাশি নবমীর মহাভোগের আয়োজন থাকছে এবার।



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.