দূর্গার আরোধনায় লক্ষীরা

অরণ্য, ঝাড়গ্রাম-২৭ সেপ্টেম্বর:

দূর্গাপুজো করবেন লক্ষ্মীর ভান্ডা প্রাপকেরা। পুজোর খরচ আসবে লক্ষীর ভান্ডার থেকেই। হেঁসেল সামলে লক্ষ্মীর ভান্ডারের টাকায় এবার দুর্গাপূজা আশা কাঁথি গ্রামের মহিলাদের।জীবনে প্রথম বার গ্রামে দুর্গা পুজো হতে চলেছে। আর ঘরের লক্ষ্মীরা মেতে উঠেছে সেই দুর্গা পুজা কে কেন্দ্র করে। আজ তারই খুঁটি পুজো অনুষ্ঠিত হল।বিনপুর থানার আঁশাকাথি গ্রামে। আশা কাঁথি গ্রামের মহিলারা লক্ষ্মীর ভান্ডারের টাকা জমিয়ে দুর্গাপূজা করতে উদ্যোগী হয়েছেন। আশাকাঁথি গ্রামের স্কুল কলেজের মেয়েরাও টিফিনের টাকা জমিয়ে দান করছেন পুজো ফান্ডে। সবমিলিয়ে মহিলাদের সম্মীলিত প্রচেষ্টার ফসল জীবনের প্রথম এই পুজো। এ বছরই প্রথম এই পুজো অনুষ্ঠিত হচ্ছে আশা কাঁথি গ্রামে। স্থানীয় মহিলাদের দাবী পুজো করাতে যেতে হয় জয়পুরে বা শিলদাতে। যা বাড়ি থেকে দূরত্ব প্রায় তিন থেকে পাঁচ কিমি। 


সংসারের হেঁসেল সামলে তা খুব কঠিন হয়ে পড়তো এই লক্ষীদের কাছে । তাই তারা ঠিক করে নিজেদের গ্রামেই পুজো করবে। পূজো কমিটির সভাপতি শোভা চন্দ্র জানান প্রায় ১৫০ জন মহিলা নিয়ে পুজো করেছেন তারা। সব মিলিয়ে এবারের পুজোর বাজেট প্রায় ১লক্ষ্য টাকা। যেহেতু প্রথম পুজো তাই সরকারি অনুদান জুটবে কিনা সন্দেহ আছে। তাই১৫০ জন মহিলারা ঠিক করেন লক্ষ্মীর ভান্ডারের থেকে প্রাপ্ত টাকার ৭৫ হাজার  তারা দুর্গাপুজোয় খরচ করবে। আর বাকি টাকা পার্শ্ববর্তি গ্রাম থেকে আদায় করবে। আশাকাঁথি গ্রামে বিভিন্ন পুজো পার্বণ হলেও হত না দুর্গাপূজা। এবারে দুর্গাপূজা হওয়ায় খুশি ও উৎসাহিত গ্রামের মানুষ।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.