শিশু শিক্ষা কেন্দ্র, না হরোর মুভি

  অরণ্য,ঝাড়গ্রাম-২১ সেপ্টেম্বর:


ভয় ধরানো ছবি শিশু শিক্ষা কেন্দ্রে, পড়ুয়া দের স্কুলেই পাঠাচ্ছেন না অভিভাবকরা,শিশু শিক্ষা কেন্দ্রে নিরাপদে নয় শিশুরা, শিক্ষা কেন্দ্রের ভগ্নদশা প্রান হাতে নিয়েই চলছে খুদেদের ক্লাস। এরকমটাই অবস্থা ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের ধানঘোরী গ্রাম পঞ্চায়েতের মহুলবনি শিশু শিক্ষা কেন্দ্রের,বিগত কয়েক বছর ধরেই ভগ্নদশায় পড়ে রয়েছে স্কুল।চারিদিকে দেওয়াল জুড়ে ফাটল,বসে গেছে স্কুলের দেওয়াল ,ফাটল দেখা দিয়েছে স্কুলের ছাদের বৃষ্টি হলেই রুমে জল পরে, স্কুলের দরজা জানালা খেয়েছে উই পোকাতে,অন্যদিকে স্কুলে তিনটি মাত্র রুম , 

কিন্তু সব কটা রুমেই ভয় ধরানো ছবি,যার জেরে খুদেদের স্কুলে পাঠাতে আতঙ্কে গায়ে কাঁটা দিয়ে উঠছে অভিভাবকদের,যদিও পুরো বিষয় টা স্বীকার করেছেন স্কুলের সহায়িকা ও প্রধান শিক্ষিকা! শিক্ষিকাদের অভিযোগ প্রশাসনিক স্তরে জানিয়েও কোনো রকম সুরাহা পান নি তারা, প্রধান শিক্ষিকা জানান কিছু ব্যবস্থা গ্রহন না করলে খুদেদের নিয়ে গাছের তলায় বসতে হবে,অন্যদিকে তৃণমূলকে সরাসরি নিশানা  বিজেপির,পাল্টা বিদ্যালয় কতৃপক্ষ কে দায়ী করল তৃনমূল!                

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.