অরণ্য, ঝাড়গ্রাম-১লা সেপ্টেম্বর:
গতকালের বদলা আজ খুন হল একযুবকl গতকাল মারা গিয়েছিলো এক মাঝ বয়সি হস্তিনী। আজ হাতির হামলায় মৃত্যু হল এক যুবকের।লোধাশুলি রেঞ্জের ঘৃতখাম ফুটবল মাঠে হাতির হামলায় মারা যায় ঐ যুবক।এদিকে বার বার হাতির হামলায়
মৃত্যুর ফলে ক্ষুব্ধ এলাকা বাসী। এর প্রতিবাদে আজ আদিবাসী কুড়মী সমাজ বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দিয়ে ১১দফা দাবি ডেপুটেশন আকারে জমা দেয় জেলা শাসকের কাছে। শহরে মিছিল করে তারা ডেপুটেশন জমা দেন। তাদের অভিযোগ গত কয়েক বছর ধরে চরম আতঙ্কে দিন কাটছে। সন্ধ্যা নামলেই আর ঘর থেকে বেরোনো মুশকিল। বাচ্চাদের পড়াশোনা, কাজ শেষে বাড়ি ফেরা সবটাই চরম আতঙ্কে। মানুষ মারার পাশাপাশি ফসল বাড়ির ক্ষতি লাগাম হীন। অথচ কোনো ভ্রুক্ষেপ নেই বনপতি মন্ত্রী বিরবাহা হাঁসদার। একটা বারের জন্য তিনি এলাকায় পরিদর্শণে যান না মানুষের সমস্যার কথা তুলে ধরেন না। কোনো সমাধানের চেষ্টা নেই। বনপতিমন্ত্রীর ভূমিকায় চরম ক্ষুব্ধ এলাকাবাসী। পাশাপাশি বনদপ্তরের ভূমিকা, লোক মারা গেলে পাঁচলাখ টাকা দিয়েই শেষ। ফসলের ক্ষতি, বাড়ির ক্ষতি, সে সব আর মেলেনা। হুলা দিয়ে হাতি কে গ্রাম থেকে দূরে রাখার কোনো কাজই করেনা বনদপ্তর। ফলে চরম আতঙ্কে দিন কাটছে। মৃতের পরিবার কে চাকরি দেওয়ার কথা বললেও আজও তা পূরন হয়নি। তাই, ফসল, বাড়ির সঠিক ক্ষতিপূরণের, সাথে সাথে ঘটনা স্থলেই ক্ষতিপূরন, মৃতের পরিবার কে চাকরি, সঠিক হুল নিয়োগ করে তাদের কাজে লাগানো, সহ ১১দফা দাবি আজ জেলা শাসকের হাতে তুলে দেয় আদিবাসী কুড়মী সমাজ। এই দাবি অবিলম্বে পূরন না হলে বহৎত্তর আন্দোলনে হুশিয়ারি দেয় তারা। ক্যামেরার সামনে আসতে নারাজ এক বনকর্তার বক্তব্য সঠিক পরিকল্পনা গ্রহন না করলে এর পর ভয়াবহ অবস্থা তৈরী হবে। হাতি মানুষ সংঘাত আরো চরম আকার নেবে।