নিজস্বসংবাদদাতা,রায়গঞ্জ-৮ই সেপ্টেম্বর:
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে গাড়ি উল্টে গুরুতর জখম হল বেশ কয়েকজন। শুক্রবার দূর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার ধরমপুর রাজ্য সড়কের ওপর। জানা গিয়েছে কিশানগঞ্জ থেকে গাড়িটি আসছিলো। দ্রুতগতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মেরে নয়ানজুলিতে পড়ে যায় সেটি।
তড়িঘড়ি স্থানীয়রা এসে গাড়িতে থাকা জখম আরোহীদের উদ্ধার করে কিশানগঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যায়। এদের মধ্যে দুজনের আশঙ্কাজনক। পরে পুলিশ এসে দূর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে।