এবারে নজর কাড়লো স্বগতার রাখি

 রাখিকে হাতিয়ার করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টায় স্বাগত।

a



অরণ্য, ঝাড়গ্রাম ২৭আগষ্ট

রাখিকে হাতিয়ার করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টায় স্বাগত।

হাতে গোনা কয়েকদিন তার পরেই রাখি।  আর ঝাড়গ্রামে এবার "স্বাগতা" রাখির বাজার বেশ নজর কাড়া। 

স্বগতা ভট্টাচার্য। বিনপুর থানার রতনপুর গ্রামের বাসিন্দা।

এম এ পাশ করে এখন নিট এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্ত শুধু বাড়িতে বসে থাকার থেকে জাঙ্কজুয়েলারি কে পেশায় পরিণত করেছেন। সেই জাঙ্কজুয়েলারির ডিজাইন এবার রাখিতে। চট,কাগজ, পিচবোর্ড,কাপড়, মেটাল সহ নানা ধরনের সামগ্রী ব্যাবহার করে চোখধাঁধানো বিভিন্ন ডিজাইনের রাখি তৈরী করছে স্বগতা। আর বিক্রি ও হট কেকের মত। যে পরিমান চাহিদা আছে তা পুরন করতে একা আর পেরে উঠছে না। 

পড়াশুনার ফাঁকে এতদিন জাঙ্ক জুয়েলারি সামগ্রী তৈরী করে বিক্রি করতো। তাতে তার পড়াশুনা সহ নিজের হাত খরচের অনেকটা সুবিধা হত। তার সাথে নতুন সংযোজন রাখি তৈরীর ভাবনা। আর এই রাখির হাত ধরেই স্বাগতার জুয়েলরি ব্যবসারও প্রচার প্রসার বারছে।

বর্তমান সরকার মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য একাধিক প্রকল্পের ব্যবস্থা করেছে। তৈরী করা জিনিস বাজার যাত করার একাধিক  সুযোগ ও করে দিয়েছে। আর তাতেই অনুপ্রাণিত হয়ে স্বগতার এই জাঙ্কজুয়েলারির ব্যবসা। যা এবার রাখিতে হিট এবং হট আইটেম।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.