অরণ্য,ঝাড়গ্রাম-৩০শে আগষ্ট:- এবার হাতির মৃত্যু। মানুষের হানায় মৃত্যু কিনা এখনো নিশ্চিত নয়। তবে যে ভাবে একদিকে বরবটি ক্ষেত আার একপাশে ধানিজমি র মাঝে মাঝ বয়সি মাদি হাতির মৃতদেহ পড়ে আছে তাতে হাতির মৃত্যু কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
- ঝাড়গ্রাম রেঞ্জের বাদরভোলা বিটের জোয়াল ভাঙা গ্রামে সব্জি ক্ষেতের পাশে সকালে হাতিটি কে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকা বাসী। এরপরেই হাতি দেখতে ভিড় জমতে শুরু করে। যতই হাতি ক্ষতি করুক একাংশের মানুষ হাতিকে ঠাকুর হিসেবে মানে। তাই মৃতদেহ ঘিরে শুরু হয় পুজাও। তবে বিষক্রিয়া না কারেন্টসক তা ক্ষতিয়ে দেখতে ময়না তদন্ত করা হবে হাতিটির বলে জানিয়েছে বনদফতর। গত কয়েকদিন ধরেই ৩০/৪০ টি হাতি এই এলাকায় ঘুরে বেরাচ্ছে। ফষলের ক্ষতি করছে। গতকাল রাতেও দলহাতি ছিলো। তার মধ্যে মাঝবয়েসী এই হাতির মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে বনদফতর
রহস্যজনক ভাবে হাতির মৃত্যু
0
August 30, 2023